পাইকগাছায় যুব নেতৃত্বমূলক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১১:৪৫ পিএম
পাইকগাছায় যুব নেতৃত্বমূলক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

খুলনার পাইকগাছা উপজেলায় একদিনে অনুষ্ঠিত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ যুব নেতৃত্ব ও সচেতনতামূলক সেশন, যেখানে ৫০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) পাইকগাছা টাউন স্কুলে সচেতনতামূলক সেশন দুটি অনুষ্ঠিত হয়।

এই সেশনগুলোতে লিঙ্গসমতা, মানবাধিকার, নেতৃত্বগুণ ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রথম সেশনটি “সমতায় তরুণ্য: Youth for Equality” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়, যেখানে ২৫ জন তরুণ-তরুণী অংশ নেন। এই সেশনের মূল লক্ষ্য ছিল তরুণদের লিঙ্গভিত্তিক বৈষম্য, সামাজিক প্রতিবন্ধকতা ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করা।

অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক গল্প বলার কৌশল ও সামাজিক ন্যায়বিচারে নিজের কণ্ঠকে কার্যকর হাতিয়ারে পরিণত করার পদ্ধতি শিখেছেন।

দ্বিতীয় সেশনটি “MY VOICE, MY CHOICE” প্রকল্পের অধীনে অনুষ্ঠিত হয়, যেখানে আরও ২৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এই সেশনে অধিকার সচেতনতা, নেতৃত্বের গুরুত্ব এবং সামাজিক দায়িত্ব নিয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় বিশেষ পেপার-পেন, যা ৮৫% প্লাস্টিকমুক্ত এবং ব্যবহারের পর মাটিতে পুঁতে দিলে গাছ জন্মায়।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী কর্মকর্তা জি. এম. বাবলুর রহমান সেশনের উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি সরদার, নির্বাহী পরিচালক, N.B.D.J.S., সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন জান্নাতুল ফেরদৌসী মিতি, জেনারেল সেক্রেটারি, ভিবিডি খুলনা জেলা এবং ফরহানা ইয়াসমিন, পাবলিক রিলেশন অফিসার, ভিবিডি খুলনা জেলা।

সহায়তায় ছিলেন আহমেদ আকাশ ও তানভীর হাসান অর্ণব, কমিউনিটি ম্যানেজার, ভিবিডি খুলনা জেলা।

“সমতায় তরুণ্য” প্রকল্পটি একটি চার বছরব্যাপী উদ্যোগ, যা নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে Plan International Bangladesh, JAAGO Foundation Trust এবং Volunteer for Bangladesh-এর যৌথ বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।

এই দুই সেশনের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে একটি অধিক অধিকারভিত্তিক, ন্যায়নির্ভর এবং টেকসই সমাজ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ইএইচ