রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা।
শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা হটিকালচার সেন্টারে অনুষ্ঠিত এ সভা এক বিশাল মিছিলে রাঙ্গামাটি বাজার প্রদক্ষিণ করে শুরু হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার। তিনি সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, যিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।
নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের ঐক্য ও শক্তি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, সংগঠনের কাঠামো শক্তিশালী হলে দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
এ সভার মাধ্যমে স্বেচ্ছাসেবক দল রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় দলীয় কর্মকাণ্ডকে আরো শক্তিশালী ও গতিশীল করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বিআরইউ