ভেড়ামারায় দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৩

হেলাল মজুমদার, ভেড়ামারা প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৩:৩২ পিএম
ভেড়ামারায় দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৩

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মন্ডলপাড়া ও বিত্তিপাড়ার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রায় ৭-৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং তিন থেকে চারজন আহত হয়েছে বলে উভয় পক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মন্ডলপাড়া ও বিত্তিপাড়ার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূচনা হয়।

সংঘর্ষ চলাকালে ৭-৮টি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং তিন থেকে চারজন আহত হন। আহতরা বর্তমানে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানায়, পহেলা বৈশাখের আগে মন্ডলপাড়ার তিনজন যুবক বিত্তিপাড়ায় গিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। তারই জের ধরে শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, উভয় গ্রুপই রাজনৈতিক শক্তির সঙ্গে জড়িত। সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সাতবাড়িয়া এলাকার বাসিন্দা শরীফ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনৈক ইছাহকের চায়ের দোকানে বসে থাকার সময় বিত্তিপাড়া ঘোরেশাহ মাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও এনামুলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায়। এতে এক নারীসহ তিনজন আহত হন। শরীফের দাবি, হামলার সময় পরপর সাতটি ককটেল বিস্ফোরিত হয়। আহতরা হলেন মন্ডলপাড়া এলাকার তারা খাতুন, মিনাজ এবং তানিম। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, বিত্তিপাড়া এলাকার বাসিন্দারা দাবি করেন, মন্ডলপাড়া এলাকার লোকজনই প্রথমে গ্যাঞ্জাম শুরু করে এবং সংঘর্ষের সূত্রপাত ঘটায়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, "ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া মন্ডলপাড়া ও বিত্তিপাড়ার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইএইচ