বিজিবির অভিযানে ৯৯টি ককটেল সদৃশ হ্যান্ড গ্রেনেড ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৪:৪৩ পিএম
বিজিবির অভিযানে ৯৯টি ককটেল সদৃশ হ্যান্ড গ্রেনেড ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ বিস্ফোরক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে এবং তা রাজশাহী শহরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে, চকপাড়া বিওপি’র নায়েক মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ২টার দিকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ট্রাক টার্মিনালে অপেক্ষমাণ দুই ব্যক্তি তাদের সঙ্গে থাকা দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহলদল ওই ক্যারেট দুটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে লাল টেপে মোড়ানো ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং কাঁচের বোতলে তৈরি ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে।

জব্দকৃত বিস্ফোরক দ্রব্যাদি জিডি মূলে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

ইএইচ