মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৭:৫৬ পিএম
মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

নওগাঁর মান্দায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রিয়াদ আহমেদ (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার বিকাল ৩টার দিকে ফেরিঘাট-প্রসাদপুর বাজার রোডের বৈরাগীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও নিহতের চাচাতো ভাই ফাহিম (১৮)। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াদ ও ফাহিম মোটরসাইকেলে করে প্রসাদপুর বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বৈরাগীপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ