আদমদীঘিতে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৮:৫৪ পিএম
আদমদীঘিতে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহাকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত তোহা (২৫) আদমদীঘি সদর ইউনিয়নের কোমারপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং পরে বিএনপি কার্যালয়ের ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ঘটনার পরদিন রাতে ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করে নাশকতার মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক থাকা তোহাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, "নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত তোহাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

ইএইচ