জামায়াত নেতা জহিরুল হক

সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি

পিরোজপুর প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১১:১৮ এএম
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি

‘বাংলাদেশ আমাদের সবার। এখানে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই বাঙালি, সবাই বাংলাদেশি।’— শনিবার (২৬ এপ্রিল) বিকেলে কাউখালীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক।

দলের দেশব্যাপী গণসংযোগ পক্ষের অংশ হিসেবে এ সভার আয়োজন করে জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখা। উপজেলার ২ নম্বর আমরাজুড়ী ইউনিয়নের গন্ধর্ব বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃণাল কান্তি হালদার। সঞ্চালনায় ছিলেন জামায়াতের মিডিয়া বিভাগের সদস্য অধ্যাপক মো. সাইদুল কবির বশির।

অধ্যক্ষ জহিরুল হক বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রত্যেক ধর্মাবলম্বী নিরাপদে ও স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে। ভবিষ্যতে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার পথে হিন্দু সম্প্রদায়ের সহযোগিতা চাই। জামায়াত সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।’

সভায় আরও বক্তব্য দেন— কাউখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নজরুল ইসলাম খান, ১ নম্বর সয়না-রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান এবং ২ নম্বর আমরাজুড়ী ইউনিয়ন সভাপতি গাজী মো. আনোয়ার হোসেন।

মতবিনিময় সভায় স্থানীয় ইউপি সদস্য সমীর সরকার, গৌতম বড়াল, অরুণ সিকদার ও অনিমেষ মণ্ডলসহ কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বক্তব্য দেন। 

তাঁরা বলেন, ‘বিগত সরকারগুলো জামায়াতের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা তৈরি করেছিল। কিন্তু গত বছরের ৫ আগস্টের পর থেকে জামায়াতের নেতাকর্মীরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে তাদের প্রতি আমাদের আস্থা ও শ্রদ্ধা বেড়েছে। হিন্দু-মুসলিম আমরা একই বৃন্তে দুটি ফুল।’

বক্তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন।

বিআরইউ