হাকিমপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮০ বস্তা চাল জব্দ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১২:৩৪ পিএম
হাকিমপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮০ বস্তা চাল জব্দ

দিনাজপুরের হাকিমপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮০ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ এপ্রিল) রাত ১১ টায় উপজেলার ৩ নং আলিহাট ইউনিয়ন পরিষদের পার্শ্বে স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদের  চালকল থেকে জব্দ করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) অমিত রায় জানান, আলিহাট ইউনিয়ন পরিষদের পপার্শের একটি চালকলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করার গোপন সংবাদ আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে। তবে চালকল মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিআরইউ