খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন কর্তৃক দুঃস্থ ও অসহায় জনগণের জন্য বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি পরিচালিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খুমপৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচি উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল কৌশিক জাহান পিএসসি। অনুষ্ঠানে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ‘সম্প্রীতি নিবাস’ ঘর হস্তান্তর করেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
মাটিরাঙ্গা জোনের আওতায় গুইমারা উপজেলার কুমেন্দ্র পাড়ার বাসিন্দা সোহেল ত্রিপুরাকে সম্প্রীতি নিবাস ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়া, ২০০টি ফলজ গাছের চারা বিতরণ, ২৫টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ, এবং বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়।
মাটিরাঙ্গা জোন কর্তৃক গুইমারা, মাটিরাঙ্গা সেলাই প্রশিক্ষণ, মাটিরাঙ্গা কম্পিউটার প্রশিক্ষণ ও মাটিরাঙ্গা ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করা হয়। স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, যেখানে মোট ২৬০ জন (১৪৩ জন পাহাড়ি উপজাতি এবং ১১৭ জন বাঙালি) চিকিৎসা সেবা লাভ করেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল কৌশিক জাহান বলেন, ‘‘এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান, যা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মানবিক চাহিদা পূরণ করে আসছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত রাখবে।’’
এভাবে, মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা এবং উন্নয়নমূলক কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে এক অভূতপূর্ব সমন্বয় এবং সহমর্মিতা সৃষ্টি করেছে।
বিআরইউ