পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি জব্বারের মোড় এলাকায় পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীরা ট্রেনটি অবরোধ করেন। এ সময় তারা পিএসসি সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থী হুমায়ুন কবির হোরন জানান, ঢাকার রাজু ভাস্কর্যে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছেন। এর অংশ হিসেবেই ট্রেন অবরোধ করা হয়েছে।
ট্রেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল আলম বলেন, ময়মনসিংহ স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে শিক্ষার্থীরা অবরোধ করেন।
ঘটনার পর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ইএইচ