জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে মাসিক স্বাস্থ্য সামগ্রী তৈরির কর্মশালা

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৬:০৪ পিএম
জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে মাসিক স্বাস্থ্য সামগ্রী তৈরির কর্মশালা

জয়পুরহাটে "অধিকার এখানে, এখনই" প্রকল্পের উদ্যোগে যুবদের জন্য হাতে তৈরি মাসিক স্বাস্থ্য সামগ্রী তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে কলমে শিখানো হয় মাসিক স্বাস্থ্য সামগ্রী, অর্থাৎ মাসিকের সময় ব্যবহারের জন্য কাপড় দিয়ে প্যাড তৈরি করার প্রক্রিয়া।

এ সময় উপস্থিত ছিলেন "অধিকার এখানে, এখনই" প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার ফারজানা রেজা রুমি (নওগাঁ), ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার সম্রাট হোসেন, ইয়ুথ সদস্য শাহারুল হক, শামীম হোসেন প্রমুখ।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মধ্যে মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে। স্যানিটারী ন্যাপকিন তৈরির প্রক্রিয়া ও ব্যবহারে ভুল ধারণা এবং সামাজিক কুসংস্কার দূর হবে। অংশগ্রহণকারীরা কাপড় দিয়ে প্যাড তৈরি করে তা নিজেরা ব্যবহার করতে পারবেন এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবে। এতে করে তারা লাভবান হবে।

এই কর্মশালায় জয়পুরহাট জেলার ব্র্যাক "অধিকার এখানে, এখনই" (আরএইচআরএন২) প্রকল্পের ইয়ুথ গ্রুপ থেকে ২৫ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ইএইচ