বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৭:২৬ পিএম
বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বনুয়াপাড়া গ্রামে এসএসসি পরীক্ষার্থী বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।

রোববার বিকাল ৪টায় কাস্তর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের (এসএসসি) পরীক্ষার্থী মো. হারুন আলী পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাসায় এসে ফ্যানের লাইন ঠিক করার সময় বিদ্যুৎস্পর্শে মারা যান।

তিনি মো. সাখাওয়াত হোসেনের দ্বিতীয় পুত্র ছিলেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সে বিদ্যুৎস্পর্শে মৃত্যুবরণ করেছে, পরিবারের কোনো অভিযোগ নেই।"

ইএইচ