মির্জাপুরে নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি মাদরাসা শিক্ষার্থীর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৭:৫৫ পিএম
মির্জাপুরে নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি মাদরাসা শিক্ষার্থীর

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি হাসান (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর। হাসান উপজেলার হাট ফতেপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং পারদিঘী আশরাফুল উলুম মাদরাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, হাসান ১৬ এপ্রিল সন্ধ্যায় মসজিদে জামাতে নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাননি। নিখোঁজ হাসানের গায়ের রঙ ফর্সা এবং পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবী, সাদা টুপি ও কালো প্যান্ট। পরে ১৯ এপ্রিল হাসানের মা রোজিনা আক্তার মির্জাপুর থানায় নিখোঁজের অভিযোগ করেন। অভিযোগটি গ্রহণ করেন ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান।

মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান জানান, কয়েকদিন পূর্বে হাসানের মা রোজিনা আক্তার ছেলে নিখোঁজের বিষয়ে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের কাজ চলছে, তবে আমি জানি না তদন্তের অগ্রগতি সম্পর্কে।

ইএইচ