বাবুগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কেক ও জুস বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৮:০৭ পিএম
বাবুগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কেক ও জুস বিতরণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একের পর এক মহতী উদ্যোগ বাস্তবায়ন করে সকল শ্রেণির মানুষের কাছে আলোচনায় উঠে এসেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল রমজানে প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ ও এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার পার্টির আয়োজনের ধারাবাহিকতায় রোববার দুপুরে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬ শতাধিক এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের মাঝে কেক ও জুস বিতরণ করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

ছাত্রদলের এ উদ্যোগে প্রশংসা করেছেন অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কয়েকজন অভিভাবক জানান, পরীক্ষা কেন্দ্রে সন্তানদের নিতে এসে কেক ও জুস বিতরণ দেখে তারা আনন্দিত হয়েছেন।

তারা বলেন, ছাত্রদলের আজিজুল হক ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের কেক ও জুস বিতরণ করেছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তারা ছাত্রদলের এ মহতী কর্মকাণ্ডকে সাধুবাদ জানান এবং বলেন, এমন মানবিক উদ্যোগ খুব কম মানুষই নিতে পারে।

এ সময় আজিজুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তারেক রহমানের নির্দেশক্রমে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সামনের দিনগুলোতেও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, বাবুগঞ্জের যতগুলো এসএসসি পরীক্ষাকেন্দ্র আছে, সবখানে যাওয়ার চেষ্টা করবো। তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর এবারই প্রথমবারের মতো মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে এবং এক প্রবাসী ভাইয়ের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

ইএইচ