মোরেলগঞ্জে মুখমণ্ডলে টেপ প্যাঁচানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ১১:২৩ এএম
মোরেলগঞ্জে মুখমণ্ডলে টেপ প্যাঁচানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে হাসান শেখ (২০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৭টার দিকে তাফালবাড়ি এলাকার তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব আল হাসান জানান, নিহত হাসান শেখ মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের বাসিন্দা রাসেল শেখের ছেলে। তিনি পেশাদার ভ্যান চালক ছিলেন। মরদেহের মুখমণ্ডলে কসটেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হাসান শেখ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ইএইচ