ছাত্র অধিকার পরিষদ শরীয়তপুরের সভাপতি নান্টু-সম্পাদক রাজা

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ১২:০৯ পিএম
ছাত্র অধিকার পরিষদ শরীয়তপুরের সভাপতি নান্টু-সম্পাদক রাজা

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এতে দ্বিতীয় বারের মতো সভাপতির দায়িত্ব পেয়েছেন জীবন আহমেদ নান্টু ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হোসাইন মোহাম্মদ রাজা।

সোমবার রাতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ কমিটি ঘোষণা করেন। ৫৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছেন সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও নাজমুল হাসান।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কাইয়ুম মাতুব্বর, সহ-সভাপতি সুজন দেওয়ান বাঁধন, ইমরান সরদার, জুনায়েদ হোসেন জুয়েল মাঝি, মাহাদী হাসান,  ইকবাল মাহমুদ, মো. নীরব মিয়া, অনিক সরদার, মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন খান, রবিউল আউয়াল রাব্বি, সিয়াম লাকুরিয়া, এইচ. এম. রবিন, বি এম কায়কোবাদ, জান শরীফ হাসান পাবেল, ফরহাদ সিকদার, নাঈম ছৈয়াল, সজীব সিকদার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মোল্লা, রতনুজ্জামান, তাকবির হোসেন মাঝি, এম কে মজিদ, জি এম সুজন, রানা বেপারী, মেহেদী হাসান রাকিব, রাজিব হোসেন খান, আরিয়ান আহমেদ রাকিব।

দপ্তর সম্পাদক আশিক হোসেন, সহ-দপ্তর সম্পাদক শাহিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেদুর রহমান সালাউদ্দিন চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিয়ান আহমেদ আল-আমিন, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম সহ-অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত বেপারী, সমাজসেবা সম্পাদক আর এস ইমন, সহ-সমাজসেবা সম্পাদক খবির হোসেন, ক্রীড়া সম্পাদক ইকরাম হোসেন, সহ-ক্রিড়া সম্পাদক ইব্রাহিম খান, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নিলয় আহমেদ রিয়াদ, সহ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সজীব হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাতুল ইসলাম, সহ-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন শান্ত, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন ছন্টু, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তুহিন মোল্লা।

আইন বিষয়ক সম্পাদক হাওলাদার মোহাম্মদ মঈন হোসেন, সহ-আইন বিষয়ক সম্পাদক মাহিন হাসান, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক আবু তাহের মাঝি, গণমাধ্যম বিষয়ক সম্পাদক হামজা হাসনাইন শাস্ত, ছাত্রী বিষয়ক সম্পাদক শামসুন্নাহার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক তানবীর ইসলাম নয়ন, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক উজ্জ্বল মাদবর, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহিদ আহমেদ মোড়ল, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, বিল্লাল হোসেন।

কার্যকরী সদস্য মো. নয়ন, জিসান মাহমুদ, মো. রাকিবুল ইসলাম।

কমিটি ঘোষণার পরে নতুন কমিটির সভাপতি জীবন আহমেদ নান্টু বলেন, ডাকসুর সাবেক সফল ভিপি নুরুল হক নুরের হাতে গড়া ছাত্র সংগঠনের শরীয়তপুরের দায়িত্ব আমাকে দ্বিতীয়বারের মতো দেয়া হয়েছে। আংশিক এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে। কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এক মহা ভয়ংকরী স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শরীয়তপুরের সকল শিক্ষার্থীদের মধ্যে ছাত্র অধিকারের নীতি আদর্শ তুলে ধরব, এটাই আমার অঙ্গীকার।

ইএইচ