মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৮:৫৭ পিএম
মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১ মে চট্টগ্রামের নুর আহম্মদ সড়কে বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এ এম নাজিম উদ্দিন বলেন, "দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে, এখন নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। শ্রমিকদের মুক্তি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এ নতুন যাত্রাপথে শ্রমিকদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। মে দিবসের সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে, যাতে পরিবর্তনের সুফল শ্রমিক-মেহনতি মানুষ ভোগ করতে পারে।"

সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, "মে দিবস শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস। আজ আমরা নতুন বাংলাদেশের পথে হাঁটছি। শ্রমিকদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ১ মে’র সমাবেশ হবে নতুন বাংলাদেশের শ্রমিক সমাজের দৃপ্ত শপথের দিন।"

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিঞা, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ. ম. জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুন্নাবাহার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, ডা. মহসিন খান তরুণ, গাজী আইয়ুব, আবু বক্কর এবং পরিবহন নেতা জাফর আহম্মদ।

নেতাকর্মীরা বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে ১ মে’র শ্রমিক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইএইচ