দারিদ্র্যের অভিশাপ থেকে দেশের মানুষকে মুক্ত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে উন্নয়ন সংস্থা ছওয়াব। ইতিমধ্যে সংস্থাটির দারিদ্র্য বিমোচন প্রকল্পের মাধ্যমে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ১৫০টি পরিবার স্বাবলম্বী হয়েছে।
শনিবার ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে আয়োজিত “দারিদ্র্য বিমোচন প্রকল্পের সমাপনী অনুষ্ঠান” এ প্রধান অতিথির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক আসিফ মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, "সরেজমিনে এসে উপকারভোগীদের জীবনমান উন্নয়নের অভিজ্ঞতা শুনে আমি অভিভূত। ছওয়াবের এ উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক উদাহরণ। আশা করি, তারা এ কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছওয়াবের চেয়ারম্যান এস. এম. রাশেদুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মু. বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান, জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার, জিএম (এমএফপি) আবুল হাসানসহ বিভিন্ন সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ছওয়াবের উপকারভোগীরা তাদের সাফল্যের গল্প তুলে ধরেন। উল্লেখ্য, ২০২১ সালে ছওয়াবের পক্ষ থেকে এই ১৫০টি পরিবারকে গাভী, ব্যাটারি চালিত অটোরিকশা এবং মুদি দোকান স্থাপনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। চার বছর পর দেখা যাচ্ছে, তারা সবাই এখন স্বাবলম্বী।
সমাপনী বক্তব্যে ছওয়াবের চেয়ারম্যান এস. এম. রাশেদুজ্জামান বলেন, “চার বছর আগে যাদের পাশে দাঁড়িয়েছিলাম, আজ তারা সফলভাবে স্বাবলম্বী। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা একটি ন্যায্য ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্পের সফলতা আমাদের অনুপ্রাণিত করে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছওয়াবের মিডিয়া ও আইটি ম্যানেজার খোরশেদ আলম, সহকারী প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্লাসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইএইচ