নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
অভিযুক্তরা হলেন— লেঙ্গুড়া ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম, আব্দুল হাসিম ও আব্দুল কাদির মড়ল।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। অভিযানে উত্তোলিত বালুও জব্দ করা হয়।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ভবিষ্যতে এমন কার্যকলাপে জড়াবে না—এই মর্মে লিখিত মুচলেকা দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাতের আঁধারে যন্ত্রের সাহায্যে নদী থেকে বালু তোলা হতো। এসব বালু লরি ও ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো। স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, এই চক্রের পেছনে রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীর আশ্রয়-প্রশ্রয় রয়েছে।
তারা আরও জানান, প্রতিদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদীতে চলে বালু উত্তোলনের মহোৎসব। প্রশাসনের নজরদারির অভাবে এই অপকর্ম চলছিল নিরবচ্ছিন্নভাবে।
এই প্রথমবারের মতো বড় পরিসরে অভিযান চালানোয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা বলেন, ‘এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন ছিল। নদী বাঁচাতে ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হোক—এটাই আমাদের দাবি।’
বিআরইউ