বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

বরিশাল ব্যুরো: প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৩:৪০ পিএম
বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ক্যাম্পাসের ভেতর হাতে গোনা ২/১ জন ছাড়া তেমন কোন শিক্ষার্থীদের দেখা মেলেনি। এমনকি পুরো ক্যাম্পাস ও ক্লাস রুম ছিল পুরোপুরি খালি।  

শিক্ষার্থীরা জানান, ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে। আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সরকার কর্ণপাত করছে না।  দাবি আদায় না পর্যন্ত সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় করেই আমরা ক্যাম্পাসে ফিরবো।

বিআরইউ