তেলের ট্রাক ছিনতাই, চালক-হেলপারকে ধানক্ষেতে ফেলে মারধর

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৪:১২ পিএম
তেলের ট্রাক ছিনতাই, চালক-হেলপারকে ধানক্ষেতে ফেলে মারধর

চট্টগ্রাম থেকে রংপুরগামী সয়াবিন তেলবাহী একটি ট্রাক ছিনতাই করেছে সংঘবদ্ধ ডাকাতদল। পরে ট্রাকের চালক ও হেলপারকে আহত অবস্থায় পাওয়া গেছে জয়পুরহাটের কালাই উপজেলার এক ধানক্ষেতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত দেড়টার দিকে বগুড়ার মহাস্থান এলাকায় ওভারব্রিজ থেকে নামার সময় ১০–১২ জনের একটি ডাকাতচক্র একটি ট্রাক দিয়ে সয়াবিন তেলবাহী ট্রাকটির পথ রোধ করে। পরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়।

ছিনতাই হওয়া ট্রাকটির চালক আব্দুল মালেক (৪৫), রংপুর সদর উপজেলার বাবুগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর সহকারী (হেলপার) নজরুল ইসলাম (৪০) মিঠাপুকুর উপজেলার ইসলামপুর মণ্ডলপাড়ার বাসিন্দা।

ডাকাতদল ট্রাকটি রংপুরের দিকে না গিয়ে জয়পুরহাটের কালাই উপজেলার দিকে নিয়ে যায়। ভোররাতে চালক ও হেলপারকে কালাই পৌরসভার সড়াইল এলাকার একটি ধানক্ষেতে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। মারধরের কারণে দুজনই গুরুতর আহত হন।

সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতে তাঁদের পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে কালাই থানা–পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘আহত দুজনকে ধানক্ষেত থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা ও পুলিশের টহল না থাকায় ডাকাতদের দৌরাত্ম্য বাড়ছে। দ্রুত এসব অপরাধ দমন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

বিআরইউ