দিনাজপুরের হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও এর মুলহোতাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার ইটাই মাঠ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামসহ ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে মুলহোতা এনামুল হক ওরফে আনাম (৩৮), আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), শামসুল হক (৩৫), এবং আজাহার আলী (৬০) রয়েছেন। তারা জুয়া খেলার সাথে জড়িত ছিলেন।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই মাঠে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মুলহোতা আনাম। এর আগে বহু অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি। তবে সোমবার, থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে মুলহোতা আনামসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়।
এসময় পুলিশ জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১টি প্লাস্টিক বস্তা এবং ১৮ হাজার ২শ টাকা জব্দ করে। এছাড়া মুলহোতা আনাম ডাকাতি মামলার আসামি।
বিআরইউ