সিত্রাং তান্ডবের পরে পুনরায় চালু হয়েছে মোংলা বন্দরের পণ্য খালাসের কার্যক্রম। মঙ্গলবার সকালের পালা থেকে পুণরায় পণ্য খালাস কার্যক্রম শুরু হয়।
মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মদ শাহীন মজিদ জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারনে মোংলা বন্দরে প্রায় ২৭ ঘন্টা পণ্য বোঝাই-খালাস বন্ধ ছিলো। তবে সুত্রাং এ বন্দরের কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান তিনি।
এদিকে বন্দরের হারবার বিভাগ সুত্রে জানা যায়, মোংলা বন্দরে মঙ্গলবার সকাল পর্যন্ত ১১টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্য থেকে ৩টি জাহাজ পণ্য খালাস শেষে আজ বন্দর ত্যাগ করবে। পণ্য খালাসের জন্য আরো ২টি জাহাজ আজ বন্দরে আসবে।
ইএফ