আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতি তিন মাসে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য হালনাগাদ করার পরামর্শ দিয়েছে।
সফররত আইএমএফ প্রতিনিধিদল মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঙ্গে বৈঠক করেন।
আইএমএফের প্রতিনিধিদল বিবিএস কর্মকর্তাদের জিডিপি গণনা করার জন্য কিছু সরঞ্জাম ব্যবহার করার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
আইএমএফ দলের নেতৃত্বে ছিলেন মিশন প্রধান রাহুল আনন্দ। আলোচনায় দলের নেতৃত্ব দেন বিবিএসের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমান।
বিবিএস জানিয়েছে, সংস্থাটি আইএমএফের সুপারিশ অনুযায়ী ত্রৈমাসিক তথ্য সরবরাহ শুরু করবে।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি পরিমাপ করা হয় ২০০৫-২০০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে। এটিকে ২০১৫-২০১৬ অর্থবছরে পরিবর্তন করার জন্য ২০১৭ সালে একটি উদ্যোগ নেয়া হয়েছিল।
তবে গত পাঁচ বছরে বিবিএস ভিত্তি বছর পরিবর্তন করতে পারেনি।
বর্তমানে, বিবিএস বছরে দুইবার জিডিপি বৃদ্ধির তথ্য সরবরাহ করে। আইএমএফ এই পদ্ধতি বাতিল করে বছরে চারবার প্রকাশ করার পরামর্শ দিয়েছে, যাতে দেশের আর্থিক অবস্থার উন্নয়ন সবসময় জানা যায়।
আগস্টের মূল্যস্ফীতির তথ্য এবার দেরিতে প্রকাশ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে তথ্য প্রকাশে দেরি হয়েছে কি না তা জানতে চেয়েছে আইএমএফ। এ বিষয়ে বিবিএস মহাপরিচালক তাদের বিস্তারিত জানান।
সাম্প্রতিক মাসগুলোতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় বাংলাদেশ বাজেট সহায়তা হিসেবে আইএমএফের কাছে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ চেয়েছে।
ইএফ