ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মাফরুজা গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ১০:২৯ এএম
ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মাফরুজা গ্রেপ্তার

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের উইমেন্স এন্টারপ্রেনার ফোরাম সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির ভাইস প্রেসিডেন্ট মাফরুজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতারণার অভিযোগে মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি প্রতারণা মামলায় তার নামে ওয়ারেন্ট হয়েছিল। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক ভুক্তভোগীর সঙ্গে ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। বুধবার (৯ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

জানা যায়, মাফরুজা আক্তার টেকনো এইড বিডির স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠানের ই-ক্যাবের সদস্য পদ নম্বর ১৫৯।  

এআই