নতুন মুদ্রানীতি ঘোষণা: রেপো সুদহার ৬ শতাংশ নির্ধারণ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৪:৫৬ পিএম
নতুন মুদ্রানীতি ঘোষণা: রেপো সুদহার ৬ শতাংশ নির্ধারণ

চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতিতে রেপো সুদহার ৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঘোষণায় সুদহার ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়।

রিভার্স রেপো সুদহারও ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এখন থেকে রিভার্স সুদহার হবে ৪ দশমিক ২৫ শতাংশ।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে মুদ্রানীতির ঘোষণা শুরু হয়েছে। ওই সভা  থেকে এ সব তথ্য জানা যায়।

রেপোর মাধ্যমে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক । আর রিভার্স রেপোর মাধ্যমে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একই সঙ্গে ভোক্তা ঋণে সুদহার ৩ শতাংশ বাড়ানো হলেও অন্যান্য ঋণে সর্বোচ্চ সুদ ৯ শতাংশই থাকবে।


এআরএস