চাঙা হচ্ছে বিশ্ব অর্থনীতি: আইএফএম

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:৪৪ পিএম
চাঙা হচ্ছে বিশ্ব অর্থনীতি: আইএফএম
মহামারি করোনা সংক্রমণের শুরু থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে চীন। এ নীতি শিথিলের পর বেইজিংয়ের রাস্তায় জনসাধারণের ভিড়

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। দেশটি ‘শূন্য কোভিড নীতি’ শিথিল করার পর বিশ্ব অর্থনীতি ফের কিছুটা চাঙা হচ্ছে।

বিশ্বে উচ্চ মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতেও অর্থনীতির গতিচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএফএম) এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

আইএমএফ মনে করছে, বিশ্ব অর্থনীতি চলতি বছর ২.৯ শতাংশ বৃদ্ধি পাবে। এর আগে গত অক্টোবরে আইএমএফ ভবিষ্যদ্বাণী করেছিল যে, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ২.৭ শতাংশ বৃদ্ধি পাবে। ২০২২ সালে এই বৃদ্ধির হার ছিল ৩.৪ শতাংশ।

আইএমএফ আশা করছে, মূল্যস্ফীতি গত বছরের ৮.৮ শতাংশ থেকে কমে এ বছর ৬.৬ শতাংশে নামবে। ২০২৪ সালে তা আরও কমে ৪.৩ শতাংশ হতে পারে।

প্রসঙ্গত, গেল এক বছর ধরে সারাবিশ্বে উচ্চ মূল্যস্ফীতি চলছে, যার অন্যতম কারণ বিশ্বব্যাপী পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধি। 

এআরএস