আবারও বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। অভ্যন্তরীণ গন্তব্যে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ৬ টাকা।
এখন থেকে প্রতি লিটার জেট ফুয়েল ১১২ টাকার পরিবর্তে ১১৮ টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে বলে বিপিসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিপিসি। বিজ্ঞপ্তি অনুযায়ী আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম দশমিক ৯০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
গত ২০ জানুয়ারি জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ গন্তব্যের জন্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে জেট ফুয়েলের দাম ছিল ১২৫ টাকা, অক্টোবরে ৫ টাকা বেড়ে হয় ১৩০ টাকা, নভেম্বরে ৫ টাকা কমিয়ে ১২৫ টাকা, ডিসেম্বরে আরও কমিয়ে হয় ১২১ টাকা করা হয়েছিল।
দুই বছর আগে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েল প্রতি লিটারের দাম ছিল মাত্র ৪৬ টাকা। কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ক্রমাগতভাবে বেড়ে ফুয়েলের দাম লিটারপ্রতি ১৩০ টাকায় পৌঁছায়।
এআরএস