সরকার সরকারি চাকরিজীবীদের বিমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এজন্য একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে পরিচালিত হবে।
এ বিষয়ে মতামত জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব-সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমা সেবার আওতায় আনতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩৫তম বোর্ড সভায় উপস্থাপন করা হয়। সভায় স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা-যৌক্তিকতা, জীবন বিমা করপোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়।
এগুলো হলো- ১. বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন করা হয়। ২. বিমা কোম্পানি গঠনের লক্ষ্যে বিমা বিশেষজ্ঞ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া রুলস অব বিজনেস অনুযায়ী একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়-বিভাগ তথা সব স্টেকহোল্ডারদের মতামত প্রয়োজন। আগামী ২৭ আগস্টের মধ্যে সুস্পষ্ট মতামত ই-নথিতে পত্রজারির মাধ্যমে অথবা [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এইচআর