পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিল ভারত

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩, ০২:২০ পিএম
পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিল ভারত

২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ খবর আমি কিছুক্ষণ আগেই পেয়েছি। কী করবো এখনও ভেবে দেখিনি। এ বিষয়ে আমরা আলোচনা করে তারপর জানাবো।’

পাশাপাশি পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শুক্রবার তুলে ধরেছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, দেশের (ভারত) বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী বছরের (২০২৪) মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এআরএস