বাণিজ্য প্রতিমন্ত্রী

কৃষিপণ্যের উৎপাদন, পাইকারি ও খুচরাপর্যায়ে দাম ওয়েবসাইটে দেখা যাবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৬:৫৭ পিএম
কৃষিপণ্যের উৎপাদন, পাইকারি ও খুচরাপর্যায়ে দাম ওয়েবসাইটে দেখা যাবে

বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানো হচ্ছে। আগামী ১ মার্চ থেকে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন জনগণ। কৃষিপণ্যের উৎপাদন, পাইকারি ও খুচরাপর্যায়ে দাম ওয়েবসাইটে দেখা যাবে। চালের বস্তায় উৎপাদনের তারিখ, কী ধানের চাল ও দাম লেখা থাকবে। যাতে কারসাজি বন্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া যায়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে এমসিসিআই (মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) আয়োজিত ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এমসিসিআই সভাপতি কামরান টি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের শীর্ষ ব্যবাসায়ীরা উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি কাজ শুরু করেছে। আগামী ১ মার্চ থেকে জনগণ দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। প্রতিটি কৃষিপণ্যের উৎপাদন, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। পুলিশিং করে বা ভোক্তা অধিকার দিয়ে বাজার ব্যবস্থাপনা করার পক্ষপাতি আমি নই। চাহিদা ও জোগানের সমন্বয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চাই।

তিনি আরও বলেন, আগামী ১ মার্চ থেকে চালের বস্তার গায়ে উৎপাদন তারিখ, কী ধানের চাল, দাম লেখা থাকবে।    

টিসিবির মাধ্যমে পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এখন টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে ৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য মাসে একবার করে দিচ্ছি। রমজান মাসে দুইবার করে দেওয়ার পরিকল্পনা আছে। এর মধ্যে থাকবে চাল, তেল, ছোলা, চিনি ও খেঁজুর। এ কার্যক্রম শুরু হলে বাজার নিত্যপণ্যের ওপর চাপ কিছুটা হলেও কমবে আশা করছি।  

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বের প্রতিটি মুসলিম দেশে রমজানে পণ্যের দাম কমাতে মালিকরা নমনীয় আচরণ করেন। মক্কা-মদিনায় বড় বড় খেজুর মালিকরা খেজুর নিয়ে দাঁড়িয়ে থাকেন। আপনারাও এবারের রমজানে অন্তত নমনীয় হবেন দয়া করে। আপনারা ঢাকা শহরে, গাজীপুর বা আপনাদের কারখানা সংলগ্ন এলাকায় সুলভমূল্যে নিত্যপণ্য সরবরাহ করুন। এতে বাজার পরিস্থিতি অনেকটা ভালো থাকবে। প্রয়োজনে টিসিবির মাধ্যমে পণ্য দিয়ে সহায়তা দেওয়া হবে।

এনবিআরের সমালোচনা করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এনবিআরে একটু কঠিন (ডিফিকাল্ট)। প্রধানমন্ত্রীর নির্দেশে নিত্যপণ্যের শুল্ক-কর কমাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হলেও প্রায় ৩ সপ্তাহ প্রজ্ঞাপন জারির জন্য অপেক্ষা করতে হয়েছে। অবশ্য তাদের যৌক্তিক জায়গাও আছে। কারণ বাংলাদেশে কর-জিডিপি অনুপাত অনেক কম। এক্ষেত্রে ব্যবসায়ীরা ভূমিকা রাখতে পারে অডিট অ্যাকাউন্টে স্বচ্ছতা আনার মাধ্যমে।   

আরএস