পুঁজিবাজারে আজও বড় দরপতন!

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ১২:৫৭ পিএম
পুঁজিবাজারে আজও বড় দরপতন!

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন ঘটেছে। তবে লেনদেন কমলেও প্রথম ঘণ্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

আজ বেলা ১২:৩০  টা পর্যন্ত ডিএসইতে ৩৭৪ কোটি ৮৬ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০  দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক -১ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ২২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির।

বিআরইউ