শরীয়তপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় সভা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৪:২৫ পিএম
শরীয়তপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় সভা

শরীয়তপুরের গোসাইরহাটে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের গোসাইরহাট শাখায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার।

সভায় ব্যাংকের ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক পঙ্কজ কান্তি দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের কর্মী ব্যবস্থাপনা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রহিম শিকদার, ঋণ আদায় বিভাগের সহকারী মহাব্যবস্থাপক দেবব্রত ভৌমিক।

বক্তব্য দেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল হাই। সভা সঞ্চালনা করেন গোসাইরহাট শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদ।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার বলেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি হলো ব্যাংক। আনসার ও ভিডিপি কোন সদস্য যেন কোন প্রকার ব্যাংকিং কার্যক্রমে হয়রানির শিকার না হয় সেজন্য সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

ইএইচ