কিছুটা বেড়েছে পশুর কাঁচা চামড়ার দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ১০:৩২ পিএম
কিছুটা বেড়েছে পশুর কাঁচা চামড়ার দাম

এবার কিছুটা বেড়েছে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম। ঈদের দিন রাজধানীর পোস্তায় গিয়ে দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে এসে ফিরছেন হাসিমুখে।

আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার মৌসুমি ব্যবসায়ীদের সংখ্যা তুলনামূলক কম। রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকার মাদরাসা থেকেই আসছে বেশির ভাগ চামড়া।

তারা জানান, চামড়ার আকার ও অবস্থা দেখে দাম নির্ধারণ করছেন আড়তদাররা। সেক্ষেত্রে ছোট আকার ও কাটাছেঁড়া চামড়া কেনা হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। ৬০০ থেকে ৮০০ টাকায় কেনা হচ্ছে মাঝারি আকারের চামড়া। বড় আকারের চামড়া কিনতে আড়তদাররা ৯০০ থেকে হাজার টাকা পর্যন্ত গুনছেন।

আড়তদার ও বিক্রেতাদের ভাষ্যমতে, এই দাম গত কয়েক বছরের তুলনায় বেশি।

ইএইচ