বৈশ্বিক মন্দায় চট্টগ্রাম বন্দরের আয় ঊর্ধ্বমুখী

মামুনুর রশিদ, চট্টগ্রাম প্রকাশিত: জুলাই ১, ২০২৪, ০৫:০২ পিএম
বৈশ্বিক মন্দায় চট্টগ্রাম বন্দরের আয় ঊর্ধ্বমুখী

২০২৩-২৪ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে প্রায় ৩১ লাখ ৭০ হাজার কন্টেইনারের পাশাপাশি ১২ কোটি ৪০ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং করেছে।

তবে ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে ৪ হাজার ২৫৩টি পণ্যবাহী জাহাজ আসলেও ২০২৩-২৪ অর্থবছরে জাহাজ এসেছে ৩ হাজার ৯৬৪টি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল আমার সংবাদকে বলেন, বিশ্বজুড়েই অস্থিরতা চলছে। অর্থনীতিও নিম্নমুখী। তবে এর মধ্যেই চট্টগ্রাম বন্দরের আয় ঊর্ধ্বমুখী।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক আমার সংবাদকে বলেন, কনটেইনার এবং কার্গো উভয় ক্ষেত্রেই অগ্রগতি রয়েছে চট্টগ্রাম বন্দরের। বেড়েছে আয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরের ১১ মাসে দেশের সবচেয়ে বড় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি হয়েছে ১১ কোটি ৩৪ লাখ টন। চলতি অর্থবছরের ১১ মাসে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানির এ কার্যক্রম থেকে রাজস্ব আয় হয়েছে ৪১০০ কোটি টাকার বেশি।

যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯৩ শতাংশ সম্পন্ন হয়। তাই বন্দরকে পুঁজি করে ৬৯ হাজার কোটি টাকা রাজস্বের জোগান দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজ। যা রেকর্ড গড়েছেন চট্টগ্রাম কাস্টম।

২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৭ হাজার ৬১৬ কোটি টাকা। তবে আগের অর্থবছরের চেয়ে প্রায় ৮ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউজের উপ-কমিশনার মো. সাইদুল ইসলাম আমার সংবাদকে বলেন, ডলার সংকটসহ নানা সমস্যা থাকা স্বত্বেও নানাবিধ উদ্যোগ নেয়ায় এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

ইএইচ