অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

ইসলামি ব্যাংকে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৪:০০ পিএম
ইসলামি ব্যাংকে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

ইসলামি ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।  

কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের প্রধানরা পদত্যাগ করেছেন। এই অবস্থায় এসব প্রতিষ্ঠানে পরিবর্তন আসবে বলে মন করছেন অনেকে। মতবিনিময় সভায় সাংবাদিকরা প্রশ্ন করেন এসব প্রতিষ্ঠানে কী ধরনের পরিবর্তন আসবে আগামীদিনে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যাচাই-বাছাই করা হচ্ছে। সপ্তাহ-খানেক সময় লাগবে। গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না। উপদেষ্টা আরও বলেন, আর্থিক সব খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে তিনি বঙ্গভবনে শপথ নেন। এরপর শনিবার(১০ আগস্ট) সচিবালয়ে প্রথম অফিস করেন। 

আরএস