ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ১২:৩০ পিএম
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন গভর্নর

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর।  

মঙ্গলবার (২০ আগস্ট)  বেলা সাড় ১১টা  থেকে এই বৈঠক শুরু হয়।  

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে পলাতক অবস্থায় পদত্যাগ করেন সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার।  এরপর গত ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন ড. আহসান এইচ মনসুর।  
দায়িত্ব নেয়ার পর এটি ব্যবসায়ী নেতাদের সঙ্গে গভর্নরের এটি প্রথম বৈঠক।  

একাধিক ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এই বৈঠকে ব্যবসায়ীরা ২৬টি দাবি উত্থাপন করবে। তার মধ্যে ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশনপর ব্যবসায়ীদের দেয়া ইনসেন্টিভ প্রত্যাহার পরবর্তীতে করণীয় কি হবে সে বিষয়ে আলোচনা করা হবে।

বৈঠকে আওয়ামী লীগ সরকারের সুবিধা ভুগি সাবেক এফবিসিসিআইএর সভাপতি মো জসিমউদদীন, হাবিবউল্লাহ ডন, মীর আখতার হোসেন, মোহাম্মদ হোসেন, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট আশরাফ আহমেদসহ দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

বিআরইউ