বীমা মানুষকে সঞ্চয়মুখি করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে বলে মন্তব্য করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।
তিনি বলেন, বীমার মাধ্যমে সঞ্চিত টাকা জীবনের যেকোনো জটিল মুহূর্তে ছায়া হয়ে দাঁড়ায়।
৮ সেপ্টেম্বর ব্যাংকাস্যুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন কোম্পানির ডিএমডি ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি এম. নাজিম এ চৌধুরী।
কর্মশালায় লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিপণনের বিভিন্ন দিক নিয়ে ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন।
মো. কাজিম উদ্দিন, আরো বলেন, ন্যাশনাল লাইফ বিগত ৪০ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে। দাবির টাকা যথাসময়ে গ্রাহকের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে এ সেবা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
পরে তিনি ন্যাশনাল লাইফের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিআরইউ