‘শিক্ষকের কণ্ঠস্বরে শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবসকে অনুষঙ্গ করে দেশব্যাপী এক ব্যতিক্রমী শিক্ষক সম্মাননা কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক।
দেশের প্রতিটি জেলায় নির্বাচিত ১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদদের সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।
গত ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালনের লক্ষ্যে সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সম্মাননা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষকরা জাতির বাতিঘর। তাদের দেওয়া শিক্ষার ওপর ভর করে আমরা ভবিষ্যতের দিক নির্ধারণ করি। এই দিবসটি উদযাপনের মধ্যদিয়ে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ নিতে চাই।
আইএফআইসি ব্যাংক শিক্ষাখাতের উন্নয়নে মাঠ পর্যায়ে দীর্ঘদিন যাবৎ উৎকর্ষমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে শিক্ষার বিস্তার ছাড়া জাতি গঠনের বিকল্প নেই এবং শিক্ষকরা এই প্রক্রিয়ার মূল চালিকা শক্তি।
ইএইচ