ক্রেডিট কার্ডে ঋণের সুদ হার বাড়ছে ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৫:৪৭ পিএম
ক্রেডিট কার্ডে ঋণের সুদ হার বাড়ছে ১ জানুয়ারি

ক্রেডিট কার্ডে ঋণের সুদ ও মুনাফার হার পাচ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাশে ব্যাংক। আগামী ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। 

রবিবার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। এরআগে গত সপ্তাহে বিভিন্ন ব্যাংককের এমডি ও চেয়ারম্যানদের সঙ্গে গভর্নরের বৈঠকে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ব্যাংকারদের পক্ষ থেকে ক্রেডিট কার্ডে ঋণের সু যৌক্তিকপর্যায়ে নেয়া আহŸান জানানো হয়।  

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেডিট কার্ড সীমার বিপরীতে ঋণ সুবিধা প্রদানসহ সুদহার যৌক্তিকীকরণ এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণকল্পে ক্রেডিট কার্ডের উপর সুদহার সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণের নির্শেনা প্রদান করা হয়। তবে বর্তমান সময়ে সুষ্ঠু ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নীতি সুদহার ও ব্যাংকসমূহের ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার লক্ষ্যে ক্রেডিট কার্ডের উপর সুদহার সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করা  হয়েছে।  ব্যাংকসমূহ ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের যোগান সাপেক্ষে এ সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করবে। এতদ্ব্যতীত বিআরপিডি সার্কুলার লেটার নং-৪৭/২০২০ এর অন্যান্য নির্শেনা অপরিবর্তিত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহ তারে প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে উল্লিখিত নির্শেনা অনুসরণকরত মুনাফার হার নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ২৯(২)(চ) ও ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্শেনা জারি করা হলো। এ নির্শেনা ০১ জানুয়ারি ২০২৫ তারিখ হতে কার্যকর হবে।

আরএস