খেলাপি ঋণ আদায়ে হার্ড লাইনে যাচ্ছে এবি ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৯:২৬ পিএম
খেলাপি ঋণ আদায়ে হার্ড লাইনে যাচ্ছে এবি ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে হার্ড লাইনে যাচ্ছে বেসরকারি খাতে প্রথম প্রজন্মের এবি ব্যাংক। গতকাল সোমবার ব্যাংকটির নতুন চারটি সেবা পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি এ তথ্য জানিয়েছেন। নতুন সেবা পণ্যগুলোর মধ্যে রয়েছে দুটি প্রচলিত ধারার পণ্য ও দুটি ইসলামি ধারার। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং সেবা ‘এবি ডিরেক্ট’ নতুন রূপে চালু করেছে ব্যাংকটি। 

রাজধানীর একটি হোটেলে এসব সেবার উদ্বোধন করেন ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা। নতুন  সেবা পণ্যগুলো হলো, এবি ইলহাম, এবি আমানী কোটিপতি ডিপোজিট স্ক্রিম (কেডিএস) ও এবি স্বাচ্ছন্দ্য। 

অনুষ্ঠানে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ব্যাংক খাত বর্তমানে চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছে। অন্যান্য ব্যাংকের মতো এবি ব্যাংকও চ্যালেঞ্জের মুখে। পার্থক্য হলো- এবি ব্যাংকে টাকা তুলতে এসে কখনো কেউ ফেরত যাননি। 

এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেড এম বাবর খান বলেন, আমরা সবসময় গ্রাহকদের পাশে পেয়েছি। আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকসহ রেগুলেটরি বডির দিকনির্দেশনা পেয়েছি।

ব্যাংকটির পরিচালক ফজলুর রহমান বলেন, ‘এবি ব্যাংক অনেক প্রডাক্ট বাজারে আনছে। সামনের দিনগুলোতে ডিজিটাল বেসড প্রডাক্ট চালু করা উচিত। তারিক আফজাল এখন এবি ব্যাংকে নেই। এই ব্যাংকটিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বক্তব্যের একপর্যায়ে ফজলুর রহমান এবি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মিজানুর রহমানকে সাংবাদিক ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। 

পরে খেলাপি ঋণ আদায় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এবি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মিজানুর রহমান বলেন, ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবি ব্যাংক। এ ক্ষেত্রে এবি ব্যাংক এখন খেলাপি গ্রাহকদের অফিস ও বাসায় বাসায় যাবে। ব্যাংকের ৩০ শতাংশ ঋণ খেলাপি হয়েছে। এসব আদায়ে আইনি ও অন্যান্য পদক্ষেপ চলছে, আগামী মার্চের মধ্যে এর ফলাফল দেখা যাবে।

এবি ব্যাংকের ব্যাংকিং ‘এবি ডিরেক্ট’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে পেতে পারেন আধুনিক সকল ব্যাংকিং সুবিধা। ইসলামী শরিয়াহভিত্তিক মুদারাবা ডিপোজিট অ্যাকাউন্ট ‘এবি ইলহাম’ দিচ্ছে ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশি নাগরিককে আকর্ষণীয় মুনাফা লাভের সুযোগ। ইসলামী শরিয়াহভিত্তিক অ্যাকাউন্ট ‘এবি আমানী’ নারী গ্রাহকদের জন্য বিশেষ একটি সঞ্চয়ী হিসাব। এতে রয়েছে ইন্স্যুরেন্সসহ আরও বিশেষ কিছু সুবিধা। 

মাসিক সঞ্চয়ের ভিত্তিতে যেকোনো আমানতকারীকে কোটিপতি হওয়ার সুযোগ তৈরি করে দিতে এসেছে এবি ব্যাংক চালু করেছে এবি কোটিপতি ডিপোজিট স্ক্রিম। যা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবি স্বাচ্ছন্দ্য একটি চলতি হিসাব সেখানে গ্রাহকরা ইন্টারেস্ট পাবেন। 

এছাড়াও এই অ্যাকাউন্টে রয়েছে চাকরিজীবীদের জন্য ওভারড্রাফট সুবিধা 
অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মিজানুর রহমান। 

আরো উপস্থিত ছিলেন, ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টির  রিয়াজুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএস