চড়া ব্রয়লারের দাম, কিছুটা স্বস্তি সবজিতে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৩:০০ পিএম
চড়া ব্রয়লারের দাম, কিছুটা স্বস্তি সবজিতে

সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগির বদলে অনেকেই ঝুঁকছেন গরুর মাংসের দিকে। দোকানে বেড়েছে ভিড়।

শুক্রবার রাজধানীর পলাশী কাঁচাবাজার, নিউমার্কেট ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। গত কয়েক সপ্তাহ ধরেই এ দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগী।

এদিকে ক্রেতাদের একাংশ ব্রয়লার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তারা ঝুঁকছেন গরুর মাংসের দিকে।

নিউমার্কেট বাজারে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস।

বাজারে লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, লেয়ার মুরগির ডিমের দাম কমেছে। বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন দরে।

দাম কমেছে কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ২০ টাকা হালি দরে মিলছে লেবু।

রাজধানীসহ সারা দেশে শীত অনুভূত হতে শুরু হলেও এখনো বাজারে ৮০-১০০ টাকা ঘরেই আছে বেশিরভাগ সবজি। মুলা, মিষ্টি কুমড়া ছাড়া প্রায় সব ধরনের সবজিই বাজারে এখন সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

যদিও বিক্রেতারা বলছেন, আর কিছু দিনের মধ্যেই বাজারে শীতকালীন সবজি বেশি করে আসতে শুরু করবে। তখন সবজির দাম অনেক কমে আসবে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ টাকায়, টমেটো ১২০ টাকা, কাঁচা মারিচ ১০০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ১০০, করোলা ১০০ টাকা, শসা কেজি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, মুলা কেজি ৩০ টাকা, পেঁয়াজের পাতা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে বরবটি প্রতি কেজি ১০০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, মাঝারি সাইজের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, সাধারণ শিম কেজি ৫০ টাকা, শালগম ৫০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ইএইচ