বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো ৬ ব্যাংক এমডিকে

আনোয়ার হোসাইন সোহেল প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৪:৩৪ পিএম
বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো ৬ ব্যাংক এমডিকে

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনার আলোকে ইতোমধ্যে দুটি ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে।  ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়া ছয় বেসরকারি ব্যাংকে ‘ফরেনসিক অডিট’চালানোর শর্ত অনুযায়ী তাদের স্বপদ থেকে সরানো হয়েছে। অডিট চলাকালে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বাধ্যতামূলক ছুটিতে থাকবেন। এরই মধ্যে কয়েকটি ব্যাংক তাদের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন করেছে। 

ব্যাংকগুলো হলো- ফাস্র্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ ছাড়ে তার দায়িত্বে অবহেলা পায় কর্তৃপক্ষ। গতকাল রবিবার ৫ জানুয়ারি থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের এমডিকে সৈয়দ হাবিব হাসানকেও ছুটিতে পাঠানো হয়েছে, তার স্থালাভিষিক্ত হয়েছেন ব্যাংকটির ডিএমডি আতাউস সামাদকে। 

এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি ফোরকান আলীকেও ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে রবিবার বিকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিন ব্যাংকের বর্তমান চেয়ারম্যান্। এসময় বৈঠকে আলোচনার বিষয়গুলো তুলে ধরেন তারা।  

ব্যাংকের এমডিদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, আন্তর্জাতিক দুটি অডিট প্রতিষ্টানকে ছয়টি ব্যাংকের অডিট করার দায়িত্ব দেয়া হয়েছে। অডিট ফার্মগুলো চাহিদা অনুযায়ী যারা ওই সময়ে ব্যাংকগুলোতে দায়িত্ব পালন করেছে। অর্থাৎ যতদিন অডিট কার্যক্রম চলমান থাকবে ততদিন ওই ব্যক্তি বা এমডিরা স্বপদে থাকতে পারবেন না। 

এটা কি শুধু এমডিদের ক্ষেত্রেই বলবৎ হবে না অন্যান্যদের ক্ষেত্রেও প্রয়োগ হবে কিনা এমন প্রশ্নে এই ব্যাংক চেয়ারম্যান বলেন, এই বিষয়টি ওই ব্যাংক দেখবে, যাতে কর্মকর্তারা ‘আনইন্টারেপ্ট’তাদের কার্যক্রম চালাতে পারেন।  
গ্লোবাল ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ছয় ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তাদের চাকরিচ্যুত করা হয়নি। তাদের দূরে রাখতে বলা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে কয়েকটি ব্যাংক তাদের এমডিকে ছুটিতে পাঠিয়েছে। 

এক্সিম ব্যাংক চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন,  ছয় ব্যাংকে অডিট হবে। এটা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। অডিট কোম্পানিগুলো মনে করছে যদি অডিট চলার সময় এমডিরা চেয়ারে থাকে তাহলে তারা প্রভাব বিস্তার করতে পারেন। যে কারণে এমডিদের ছুটিতে পাঠানো হচ্ছে। যদি অডিটে কোনো এমডির কোনো সংশ্লিষ্টনা না পাওয়া যায় তাহলে অবশ্যই তারা স্বপদের ফিরবেন।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ছয় ব্যাংকের এমডি ছুটি থেকে থাকবেন। এটা সকল ব্যাংকের পর্ষদের সিদ্ধান্ত। অডিট পরিচালনার সময় এমডিরা যাতে অযাচিত কোনো হস্তেক্ষেপ করতে না পারেন। সেজন্য তাদের ছুটিতে যেতে বলা হয়েছে। অডিটে কোনো এমডির সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তিনি স্বপদের ফিরবেন। আন্তর্জাতিক রীতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরএস