বাণিজ্য মেলায় দেশি-বিদেশি পণ্যের মান নিয়ে প্রশ্ন

রফিকুল ইসলাম, পূর্বাচল প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৪:৩৯ পিএম
বাণিজ্য মেলায় দেশি-বিদেশি পণ্যের মান নিয়ে প্রশ্ন

২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শনার্থীরা।

গুলিস্তান নিউমার্কেটের মতো পরিবেশ দেখে বিরক্ত হচ্ছেন অনেকেই। মেলায় কয়েকটি বিদেশি স্টল দেখা গেলেও পণ্যে নেই কোনো বৈচিত্র্য ফলে আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের লক্ষ থেকে পিছিয়ে থাকতে হচ্ছে বরাবরের মতো।

দোকানীদের হাঁকডাক সাথে কমবেশি সবাই পরিচিত কারণ রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বহু শপিং মলেও এরকম পরিবেশ দেখে অভ্যস্ত মানুষ।

কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা হয়তো কল্পনাও করেনি অনেকে।

মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই জানান, বাইরের গেট থেকে শব্দ শুনছিলাম বাইছা লন একশ দেখে লন একশ,আমি ভাবলাম গুলিস্তান কই থেকে আসলো, বিক্রেতাদের এমন হাঁকডাক দেখে অনেকটা গুলিস্তানের মত লাগছে। বাংলাদেশের বাইর থেকে যদি কেউ আসে মেলাতে তখন এমন পরিবেশে আন্তর্জাতিক বাণিজ্য মেল প্রশ্নবিদ্ধ হবে।

গুলিস্তান নিউমার্কেট থেকে আসা স্টলের এসব পণ্য দুষ্প্রাপ্য কিছু নয় শুধুমাত্র মূল্য ছাড়ের কারণে আকৃষ্ট হচ্ছেন দর্শনার্থীদের একটা অংশ।

হাঁকডাকের কারণ জানতে চাইলে এমন দোকানিরা বলেন, ডাকাডাকি করলে সেল টা একটু বেশি হয়, কাস্টমারও নিচ্ছে যেটার দাম ১৫০ সেটা বিক্রি করছি ১০০ টাকায়।

এবারের মেলায় ভারত, পাকিস্তান, চীনসহ ৭ দেশের ১১ প্রতিষ্ঠান স্টল নিয়েছে কিন্তু সেখানেও পণ্যের নতুনত্ব নেই খুব একটা। বিদেশি পণ্যের মান নিয়েও প্রশ্ন রয়েছে দর্শনার্থীদের।

ইএইচ