সরেজমিনে বাণিজ্য মেলা

চাহিদা গৃহস্থালি পণ্যের, ছাড়ের পরও দাম বেশির অভিযোগ

রফিকুল ইসলাম, পূর্বাচল প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৪:৪৩ পিএম
চাহিদা গৃহস্থালি পণ্যের, ছাড়ের পরও দাম বেশির অভিযোগ

যুগের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্য মেলায় মানানসই সব গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়েছেন দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠান।

শৌখিন জিনিসপত্রের পাশাপাশি ঘরের নিত্য ব্যবহারের তৈজসপত্র রয়েছে এসব স্টল ও প্যাভিলিয়নে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছে সেসব কিনতে।

সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছে এসব স্টলে। গৃহিণীদের বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে বলেই তাদের কথা মাথায় রেখে বিক্রেতারাও এনেছেন হাড়ি পাতিল, ইলেকট্রিক মাল্টি কুকারসহ কারুকাজ করা হরেক রকম তৈজসপত্র।

ব্যবসায়ীরা বলছেন, এবার মেলায় বিভিন্ন মান ও ডিজাইনের গৃহস্থালি পণ্য এসেছে। ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা রকম ছাড় দেয়া হচ্ছে। তুলনামূলক ভালোই সাড়া মিলছে।

তৈজসপত্রের সঙ্গে নতুন ও ব্যতিক্রমী পণ্যের দিকে আগ্রহ বেশি দর্শক-ক্রেতাদের। তবে ছাড়ের পরও পণ্যের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের।

তারা বলেন, গৃহস্থালি পণ্যের চাহিদা সবসময় থাকে। কারণ এসব পণ্য দৈনন্দিন কাজে বেশি ব্যবহৃত হয়। তবে দাম অনেকটাই বেশি।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ।

শুক্র ও শনিবার ছিল উপচে পড়া ভিড়।

মাসব্যাপী মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।

ইএইচ