আইবিসিএফ টাস্ক কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৩:০৬ পিএম
আইবিসিএফ টাস্ক কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর টাস্ক কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সেমিনারের বিভিন্ন বিষয়সহ সাম্প্রতিক ইসলামী ব্যাংকিং বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আইবিসিএফ’র টাস্ক কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ইউনিয়ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মু. ফরিদ উদ্দিন আহমদ, আইবিসিএফর উপদেষ্টা এ কে এম নুরুল ফজল বুলবুল এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক  মোসলেহ উদ্দিন আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, এক্সিম ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. নাজমুস সাদাত, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ এবং আইবিসিএফের সহকারি সচিব জাহাঙ্গীর আলম।

ইএইচ