মেঘনা ব্যাংকসহ ৩ ব্যাংকের বোর্ড ভেঙে দেয়া হয়েছে : বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:২০ পিএম
মেঘনা ব্যাংকসহ ৩ ব্যাংকের বোর্ড ভেঙে দেয়া হয়েছে : বাংলাদেশ ব্যাংক

অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে বেসরকারি খাতের তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নেয়।

যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে সেগুলো হলো- বেসরকারি খাতের মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক। তবে নতুন করে কারা পর্ষদের দায়িত্ব পেয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর এস আলম নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকসহ মোট ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় বারের মতো একশনে গিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আরএস