গ্রাহকদের দ্রুত এবং সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংক এবং সুপারমার্কেট ইউনিমার্ট চুক্তি করেছে।
এ চুক্তির আওতায়, ব্র্যাক ব্যাংকের সকল প্রিমিয়াম ব্যাংকিং এবং বরেণ্য ডেবিট কার্ডহোল্ডার, পাশাপাশি ইনফিনিট, সিগনেচার, ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ঢাকা ও সিলেটে ইউনিমার্টের ছয়টি আউটলেটে প্রায়োরিটি চেকআউট সুবিধা পাবেন। এর মাধ্যমে, গ্রাহকরা দ্রুত এবং আরো সুবিধাজনকভাবে কেনাকাটা করতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডিএমডি এবং হেড অব রিটেইল ব্যাংকিং, মো. মাহীয়ুল ইসলাম; চিফ মার্কেটিং অফিসার, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়; এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং, মেহরুবা রেজা উপস্থিত ছিলেন।
ইউনিমার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার, গাজী মাহফুজুর রহমান; চিফ অপারেটিং অফিসার, শাহীন মাহমুদ; এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, এইচইউএম মেহেদী সাজ্জাদ।
ইএইচ