পহেলা রমজান থেকে রাজধানীরসহ সারাদেশে সুলভ মূল্যে ডিম-দুধ ও মাংস বিক্রি কার্যক্রম শুরু করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ২৮ রমজান পর্যন্ত এ কার্যক্রমের আওতায় প্রায় ৩১ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতিদিন কোটি টাকার বেশি পণ্য বিক্রি হয়েছে।
গত ৩০ মার্চ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামছুননাহার আহম্মদ স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দেশের মানুষের মাঝে সুলভ মূল্যে প্রোটিন জাতীয় খাদ্যপণ্যের সরবরাহ বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই কার্যক্রম হাতে নিয়েছে। এসব পণ্য ক্রয়ে সারাদেশে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে মোট ৩০ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৮২২ টাকার দুধ, ডিম ও মাংস বিক্রি হয়েছে। এরমধ্যে শুধুমাত্র রাজধানীতে বিক্রি হয়েছে ৪ কোটি ৯৩ লাখ ২৩ হাজার ৩০৬ টাকার পণ্য। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে রাজধানীতে ২ লাখ ৫০ হাজার ৯৪৭ জন পণ্য ক্রয় করেছে এরমধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪২৬ জন এবং মহিলা ১ লাখ ২৯ হাজার ৫২১ জন। অপরদিকে সারাদেশের ৮ বিভাগে ৮ লাখ ৮৮ হাজার ৫১৩ জন ক্রেতার মধ্যে ৫ লাখ ৭৬ হাজার ৭৮৭ জন পুরুষ এবং ৩ লাখ ১১ হাজার ৭২৬ জন মহিলা ক্রেতা রয়েছে।
পবিত্র রমজান মাসে দুধ, ডিম ও মাংসের সরবরাহ স্থিতিশীল রাখতে ডিম ৫৫ লক্ষ, দুধ ৪ লক্ষ লিটার, ব্রয়লার ৫৯৬ টন, গরুর মাংস ২১৮ টন এবং খাসির মাংস ১১ টন বিক্রি হয়েছে।
জানা যায়, পবিত্র মাহে রমজান জুড়ে চলমান এ কার্যক্রমে রাজধানী ঢাকায় ৪ কোটি ৯৩ লাখ ২৩ হাজার ৩০৬ টাকা, ঢাকা বিভাগ ৩ কোটি ৪৫ লাখ ৪২ হাজার ৮৮২ টাকা, চট্টগ্রাম বিভাগ ১ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৩১৭ টাকা, রাজশাহী বিভাগ ১ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার ৫২১ টাকা, খুলনা বিভাগ ৯ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৯৬২ টাকা, রংপুর বিভাগ ৬ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৯১৯ টাকা, ময়মনসিংহ বিভাগ ৮০ লাখ ৮৪ হাজার ৫৫ টাকা, সিলেট বিভাগ ৩৯ লাখ ৪৭ হাজার ৭১৮ টাকা এবং বরিশাল বিভাগে ২ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৪৪৮ টাকার পণ্য বিক্রি হয়েছে।
সুলভ মূল্যে বিক্রয় কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। এ কার্যক্রম সম্পর্কে প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও এই কার্যক্রম ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে। ভবিষ্যতে এই কাক্রমের কলেবর বৃদ্ধি এবং সারাবছর ব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম, ও মাংস বিক্রয়ের কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন।
রমজান উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি এ কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ কার্যক্রমে সহযোগিতা ও বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্টাল কাউন্সিল, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন ও দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান।
আরএস