শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২ জুলাই শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল সমূহ বন্ধের নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংশোধিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জুলাই সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ এবং আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে।
প্রসঙ্গত, রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রভোস্ট কাউন্সিলের সম্মিলিত সিন্ধান্তে আগামী ২৯ জুন বুধবার আবাসিক হল সমূহ বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে সহকারী প্রক্টর ড. মোঃ শফিকুল ইসলাম শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস দিলে আন্দোলন সমাপ্ত হয়।
আমারসংবাদ/এআই